আজকের টাকার রেট- বাংলাদেশি টাকায় বিভিন্ন দেশের টাকার রেট – ৩০ ডিসেম্বর ২০২৩ আপডেট

এক নজরে দেখে নেই আজকের টাকার রেট। ৩০ ডিসেম্বর ২০২৩ ইংরেজি, রোজ রবিবার। আপনাদের মাঝে আজকে টাকার রেট কোন দেশের তুলনায় বাংলাদেশের মুদ্রা মূল্য কত তা নিয়ে আলোচনা করা হলো। প্রতিদিন মুদ্রার মূল্য পরিবর্তিত হয় কোন সময় মুদ্রার মূল্য এক রকম থাকে না। অনেক প্রবাসী ভাইয়েরা যারা দেশের বাইরে থেকে বাংলাদেশে বৈদেশিক মুদ্রা প্রেরণ করছেন তাদের জন্য জানা খুবই জরুরী যে বৈদেশিক মুদ্রার মূল্য কখন কত টাকা করে চলছে। আজকে আমরা বৈদেশিক সকল মুদ্রার মূল্য বাংলাদেশী টাকায় কত তা জেনে নিব।
আজকে টাকার রেট ৩০ ডিসেম্বর ২০২৩
মধ্যপ্রাচ্যের দেশগুলতে আজকের টাকার রেটঃ
সৌদি আরব- এক রিয়াল- সমান সমান বাংলাদেশি টাকায়- ২৯ টাকা ২৭ পয়সা
ইউনাইটেড আরব আমিরাত- এক দিরহাম-সমান সমান বাংলাদেশি টাকায়- ২৯ টাকা ৮৮ পয়সা
দেশের নাম (Country Name) | মুদ্রার নাম (Currency Name) | বাংলাদেশি টাকায় (EX.Rate BDT) |
---|---|---|
ইউনাইটেড আরব আমিরাত | দিরহাম | 29.88 |
ইউরোপ | ইউরো | 120.96 |
ইতালি | ইউরো | 120.96 |
জাপান | ইয়েন | 0.77 |
আমেরিকা | ডলার | 109.73 |
কানাডা | ডলার | 82.52 |
নিউজিল্যান্ড | ডলার | 68.99 |
কুয়েত | দিনার | 357.87 |
দ্য গ্রেট ব্রিটেন | পাউন্ড | 139.09 |
সুইজারল্যান্ড | ফ্রেঞ্জ | 128.26 |
মালয়েশিয়া | রিঙ্গিত | 47.14 |
ওমান | রিয়াল | 285.44 |
কাতার | রিয়াল | 30.14 |
সৌদি আরব | রিয়াল | 29.25 |
সিঙ্গাপুর | ডলার | 82.79 |
অস্ট্রেলিয়া | ডলার | 74.51 |
দক্ষিণ আফ্রিকা | রান্ড | 5.93 |
দক্ষিণ কোরিয়া | ওন | 0.084 |
ভারত | রুপি | 1.32 |
ভিন্ন দেশ ভিন্ন স্থান এবং ভিন্ন সময়ে মুদ্রার মান বিভিন্ন রকমের হয়ে থাকে প্রতিদিন এগুলোর রেট পরিবর্তিত হয়। প্রতিনিয়ত মুদ্রার যে মান পরিবর্তিত হয় সেটি আপনাদের মাঝে তুলে ধরতেই আজকের এই প্রতিবেদন ।আপনারা গুগল থেকে অনেক সময় সঠিক তথ্য নাও পেতে পারেন কারণ ভিন্ন ভিন্ন সময় মুদ্রার মান কমবেশি হয়ে থাকে। সবথেকে সঠিক তথ্যের জন্য আপনি আপনার নিকটস্থ যে ব্যাংক রয়েছে সেই ব্যাংকের সাথে যোগাযোগ করুন।
এছাড়া ডলার বিক্রয়ের ক্ষেত্রে বিশ্বস্ত এবং চলমান বাজার রেট অনুযায়ী ছাড়া লেনদেন করবেন না। প্রবাসী ভাইদের কষ্টের অর্জিত রেমিটেন্স যেন সঠিক মূল্যে আপনারা পেতে পারেন সেজন্যই আপনাদের মাঝে সঠিক মুদ্রার মান গুলো তুলে ধরা হলো। আমরা সব সময় চেষ্টা করব আপনাদের মাঝে আজকে টাকার রেট নিয়ে আপডেট প্রতিবেদন তুলে ধরার।
আসুন জেনে নেই কোন দেশের মুদ্রার নাম কি?
আমেরিকা (Us Dollars), ইউরোপ (Euro), ব্রিটেন (Pound), সৌদিআরব (Real)), ইউনাইটেড আরব আমিরাত (Dirham), ওমান (Omani Real),,কাতার (Qatar Reyal)), কুয়েত (Quet Dinar), মালয়েশিয়া (Ringit), ইন্ডিয়ান (Rupe), সিঙ্গাপুর (Dollar), অস্ট্রেলিয়া (Dollar), কানাডা (Dollar), জাপান (Japan Yen), দক্ষিণ আফ্রিকান (Rand) ও দক্ষিণ কোরিয়ান (Oun)।
বৈশ্বিক মুদ্রাস্ফীতির ফলে সকল দেশের মুদ্রায় মান বেড়ে যায়। প্রতিটি পণ্যের মূল্য বিক্রয় মূল্য থেকে অধিক মূল্যে বিক্রি হয় এবং সাধারণ মানুষের ক্ষমতার বাইরে চলে যায়। আমাদের দেশের অর্থনীতির মূল চাবিকাঠি এখন বৈদেশিক মুদ্রা। আমাদের আশেপাশের অনেক প্রবাসী ভাই যারা এখন বিদেশে পাড়ি জমেছে তাদের স্বপ্ন পূরণের উদ্দেশ্যে এবং শুধু তাই নয় তারা এখন আমাদের দেশের বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ রয়েছে সেই রিজার্ভের পরিমাণ বৃদ্ধিতে সহযোগিতা করে যাচ্ছে রেমিটেন্স ফাইটার বা প্রেম যোদ্ধা হিসেবে আমরা তাদেরকে চিনে থাকি।
কষ্টে অর্জিত রেমিটেন্স এর টাকা অবৈধ পথে না পাঠিয়ে বৈধ উপায়ে ব্যাংকের মাধ্যম হয়ে যদি আমরা দেশে পাঠায় তাহলে আমাদের দেশের অর্থনীতি অনেক উন্নত হবে। সেই সাথে আমাদের মুদ্রাস্ফীতি কন্ট্রোলে রাখতে পারব।
কোন সময় টাকা পাঠালে টাকার রেট বেশি পাবেন?
টাকার রেট সব সময় উঠানামা করে। প্রতিদিন টাকার রেট পরিবর্তিত হয় ভিন্ন ভিন্ন স্থান এবং ভিন্ন ভিন্ন দেশ হিসাবে টাকার মান পরিবর্তিত হয়। যে সময় মুদ্রার মান কম থাকে আপনি সেই সময় টাকা পাঠানো থেকে বিরত থেকে যখন টাকার মান বাড়ে বৃদ্ধি পায় তখন দেশে যদি টাকা পাঠান তাহলে আপনি সবথেকে বেশি লাভবান হবেন। টাকার রেট যখন বেশি থাকে তখন তখন আপনি টাকা দেশে পাঠালে যেমন নিজে উপকৃত হবেন তেমন বাংলাদেশ আপনার টাকার মান বৃদ্ধি পাওয়ার জন্য বাংলাদেশ সরকার কর্তৃক যে সকল ব্যাংক এর মাধ্যমে আপনি টাকাটা পাঠাবেন সেই ব্যাংক ও টাকার মান বা রেট বেশি পাবে।
টাকার রেট কোন দেশে সব থেকে মান বেশি ?
বর্তমান বিশ্বের কুয়েত ওমান বাহরাইনের টাকা রেট সবথেকে বেশি অন্যান্য দেশের তুলনায়। এছাড়া ইউরোপ পের দেশ এবং ইউনাইটেড স্টেট এর মধ্যে যে সকল দেশ রয়েছে তাদের টাকার মান সব থেকে বেশি।
বহুল ব্যবহৃত কোন দেশের মুদ্রার?
বর্তমান বহুল ব্যবহৃত হচ্ছে আমেরিকান ডলার পুরো পৃথিবী জুড়ে ডলার এখন রাজত্ব করছে সব থেকে বেশি লেনদেন হয় ইউএস ডলারে।
কোন সময় টাকা পাঠালে টাকা রেট কম পাব? কখন বৈদেশিক মুদ্রা পাঠানো উচিত নয় বা কোন সময় টাকা পাঠানো যাবে না?
আপনি যদি বর্তমান টাকার রেট বা আজকে টাকা রেট না জেনে টাকা পাঠিয়ে থাকেন সে ক্ষেত্রে আপনি টাকার মান কম পেতে পারেন । তাই সব সময় টাকা পাঠানোর ক্ষেত্রে আপনি আজকের টাকার রেটটি অবশ্যই জেনে নেবেন। বিদেশে অবস্থানরত সকল প্রবাসী ভাইয়েরা দিন-রাত কঠোর পরিশ্রম করেন শুধুমাত্র তিনি টাকা ইনকামের উদ্দেশে।
সকল প্রবাসী ভাইয়েরা রেমিটেন্স যোদ্ধা। এই কষ্টে অর্জিত টাকাগুলো যেন বেশি রেটে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসা যায় সেজন্য আমরা কাজ করে যাচ্ছি আপনাদের মাঝে আজকে টাকার রেটের যে আপডেট তথ্য সেগুলো দেয়ার মাধ্যমে। আজকের টাকার রেট সম্পর্কে জানতে প্রতিনিয়ত আমাদের ওয়েবসাইটটিতে ভিজিট করুন। আমরা সব সময় চেষ্টা করি আপনাদের মাঝে প্রতিদিনের ডলার রেট সম্পর্কে তুলে ধরার, যেন আপনারা এর মাধ্যমে উপকৃত হন এবং টাকা পাঠানোর ক্ষেত্রে সর্বোচ্চ রেট নিশ্চিত হয়।