জন্মের পর প্রতিটি নাগরিককে রাষ্ট্রীয়ভাবে কে নিবন্ধনের আওতায় আনা হয়| উক্ত নিবন্ধন কে আমরা জন্ম নিবন্ধন বলে থাকি| জন্মের পর শিশুর অভিভাবকের দায়িত্ব থাকে সঠিকভাবে নিবন্ধন সম্পন্ন করা| তবে অনেক সময় দেখা যায় যে শিশুর অভিভাবক ও দায়িত্বরত কর্মকর্তাদের ভুলের কারণে জন্ম নিবন্ধনের তথ্য ভুল হয়| এক্ষেত্রে শিশু বড় হওয়ার পর নানান সমস্যায় পড়তে শুরু করে, তাই জন্ম নিবন্ধন ভুল হলে তা দ্রুত সংশোধন করে নেওয়া উচিত|
আজকে আমরা আপনাদের মাঝে জন্ম নিবন্ধন সংশোধন করার সহজ কিছু উপায় তুলে ধরব| এছাড়াও জন্ম নিবন্ধন সংশোধনের জন্য কিভাবে আবেদন করবেন, কত টাকা চার্জ প্রযোজ্য হয়, এছাড়াও আবেদনের খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আলোচনা করব| তাই আজকের আর্টিকেলটি নাগরিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ|
জন্ম নিবন্ধন সংশোধন করতে কি কি লাগে
জন্ম নিবন্ধন সংশোধন আবেদন করার জন্য বেশ কিছু বিষয় সম্পর্কে সচেতন থাকতে হয়| কারণ জন্ম নিবন্ধন সংশোধন আবেদন চারবারের অধিক করা যায় না| উক্ত আবেদন করার জন্য জরুরি কিছু বিষয় নিয়ে উল্লেখ করা হলো|
- আবেদনকারীর জন্ম নিবন্ধন নম্বর
- আবেদনকারীর জন্ম তারিখ
- একটি মোবাইল ফোন
- ইন্টারনেট কানেকশন
- পূর্বের জন্ম নিবন্ধনের ডকুমেন্টস কপি
- জন্ম নিবন্ধন সংশোধন আবেদন ফি
জন্ম নিবন্ধন সংশোধন আবেদন
জন্ম নিবন্ধন করার সময় আমাদের ছোটখাটো কিছু ভুল হতে পারে| তবে সেগুলো যতদ্রুত সমাধান করা যায় ততই শিশুর জন্য ভালো| জন্ম নিবন্ধন করার জন্য যেমন আবেদনের প্রয়োজন হয় তেমনি সংশোধন করতে গেলেও আপনাকে একটি আবেদন করতে হবে|
→জন্ম নিবন্ধন সংশোধনের জন্য আপনি যদি আবেদন করতে চান তাহলে আপনাকে প্রথমে এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে| ওয়েবসাইটে প্রবেশ করার পর জন্ম নিবন্ধন সংশোধন নামক পেজটিতে ঢুকতে হবে|
তবে এর আগে আপনার জন্ম নিবন্ধন টি যাচাই করে নিবেন| জন্ম নিবন্ধন যাচাই করার জন্য আমাদের এই আর্টিকেলটি পড়তে পারেন| জন্ম নিবন্ধন যাচাই শেষ হলে নিবন্ধন সংশোধন পেজে গিয়ে আপনার সংশোধিত তথ্য সাবমিট করুন|
→ এরপর নির্দিষ্ট স্থানে আপনার নিবন্ধন নম্বর এবং জন্ম তারিখ প্রবেশ করান| অনুসন্ধান অপশনে ক্লিক করুন| আপনার নিবন্ধন নম্বর যদি অনলাইনে থাকে তাহলে নিচে আপনার তথ্য দেখা যাবে| সেখান থেকে নির্বাচন করুন অপশনে ক্লিক করতে হবে|
→ নির্বাচন অপশনে ক্লিক করার পর আপনার সামনে এমন একটি ইন্টারফেস আসবে| এখানে আপনার তথ্য সাবমিট করে পরবর্তী বাটনে ক্লিক করুন| পূর্ববর্তী বাটনে ক্লিক করলে আগের পেইজে চলে যাবেন|
→ পরবর্তী বাটনে ক্লিক করার পর আপনার সামনে এমন একটি ইন্টারফেস আসবে| এখান থেকে আপনি আপনার নিবন্ধনের কোন তথ্য সংশোধন করতে চাচ্ছেন তার একটি বিষয় সনাক্ত করতে হবে| আপনি যদি আপনার নাম সংশোধন করতে চান তাহলে নামের উপর সিলেক্ট করতে হবে আপনি যদি আপনার পিতার নাম সংশোধন করতে চান তাহলে সেখানে ক্লিক করতে হবে| এরপর নিচে দেওয়া ফরমটি সঠিক তথ্য দিয়ে সুন্দরভাবে সাবমিট করতে হবে|
→ এবার আপনি আপনার সংশোধনের কারণ উল্লেখ করুন| নিজের ছবিটিতে তিনটা বিষয় উল্লেখ করা হয়েছে| কম অথবা বেশি বিষয় আপনি যুক্ত করতে পারবেন| তবে সংশোধনের সময় সাবমিট করা তথ্য গুলো ভালোভাবে যাচাই-বাছাই করে নিবেন|
↓ সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এটি| এখানে নিবন্ধনকারীর জন্মের তথ্য অনুসারে ফর্মটি পূরণ করতে হবে| ফর্মটি পূরণ করার সময় সাবধান থাকা উচিত|
→ সর্বশেষ ধাপে আপনি আবেদনকারীর তথ্য সংযোগ করুন| বেশিরভাগ সময়ে আবেদনকারী অন্য কেউ হয়ে থাকে| এ ধরনের সময় আবেদনকারীর এন আই ডি ও সঠিক তথ্য দিয়ে সাবমিট করা ভালো| আর যদি আপনি নিজেই আবেদনকারী হন তাহলে কোন প্রয়োজন নেই|
সর্বশেষ ধাপ: এখানে যে ডকুমেন্ট ফাইলগুলো আপনাকে শেয়ার করতে হবে তা একটি ভালো ডিভাইস থেকে স্পষ্ট ভাবে উঠানোর চেষ্টা করুন| এরপর ডকুমেন্ট সাবমিট করে আবেদনটি পুনরায় রিভিউ করে নিন| রিভিউ করা শেষ হলে ফি আদায় অপশন সিলেক্ট করে আবেদনটি সাবমিট করে দিন|
জন্ম নিবন্ধন যাচাই মাত্র দুই মিনিটে
জন্ম নিবন্ধন সংশোধন অনলাইন
জন্ম নিবন্ধন সংশোধন করার জন্য অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে| উক্ত আবেদন করার জন্য প্রথমে আপনাকে নির্মমক্ত ওয়েবসাইট প্রবেশ করতে হবে| ওয়েবসাইটে প্রবেশ করার পর ওপরে দেখানোর নির্দেশনা অনুযায়ী সকল ধাপ সঠিকভাবে সম্পন্ন করতে হবে| ধাপ সম্পূর্ণ শেষ হলে নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার জন্ম নিবন্ধন সংশোধন হয়ে যাবে| সংশোধন হওয়ার পর সংশোধনী নিবন্ধন কমিটি ইউনিয়ন পরিষদ থেকে সংগ্রহ করতে হবে|
জন্ম নিবন্ধন সংশোধন আবেদন অবস্থা
আমরা জন্ম নিবন্ধন সংশোধনের জন্য অনলাইন যে আবেদন করি সেটা কোন পর্যায়ে আছে সেটা অনলাইন থেকে চেক করে নেওয়া যায়| সেটা চেক করার জন্য এখানে ক্লিক করুন| এখানে ক্লিক করার পর আপনার নিবন্ধিত নম্বর এবং জন্ম তারিখ দিন| এরপর সাবমিট বাটনে ক্লিক করলে আপনি আপনার আবেদনের সর্বশেষ অবস্থা সম্পর্কে জানতে পারবেন|
জন্ম নিবন্ধন সংশোধন ফরম ডাউনলোড
জন্ম নিবন্ধন সংশোধন হওয়ার পর আপনার মোবাইল ফোনে একটি মেসেজ আসবে| সবকিছু ঠিক থাকলে আপনার আবেদন ফরমটি সংশোধন হয়ে যাবে| এরপর আপনাকে সংশোধিত আবেদন ফরম ডাউনলোড করতে হবে| উক্ত ফর্ম ডাউনলোড করার জন্য নিন্মুক্ত ওয়েবসাইটে গিয়ে আপনার তথ্য দিয়ে ডাউনলোড অপশন ক্লিক করলে ফর্মটি ডাউনলোড হয়ে যাবে|
তবে মনে রাখবেন সংশোধিত ফর্ম ডাউনলোড করে ব্যবহার করে গেলেও সংশোধিত কপি আপনাকে নিকটস্থ ইউনিয়ন পরিষদ থেকে সংগ্রহ করে ব্যবহার করতে হবে|
বিশেষ দ্রষ্টব্য: জন্ম নিবন্ধন সংশোধন আবেদন চারবারের বেশি করা যায় না| তাই আবেদনের সময় সকল তথ্য যাচাই-বাছাই করে বুঝে শুনে আবেদন করা উচিত|
জন্ম নিবন্ধন সংশোধন আবেদন পত্র প্রিন্ট
জন্ম নিবন্ধন সংশোধনের আবেদনের কপি প্রিন্ট করার তেমন কোনো প্রয়োজন নেই| তবে আপনি যদি চান আবেদনের কপি আপনার ডিভাইস ডাউনলোড করে রাখতে পারেন| এরপর আপনার আবেদন সফল হলে আপনার নিকট থেকে নিয়োগ পরিষদ থেকে আপনাকে একটি হার্ড কপি প্রদান করা হবে| যেটি ব্যবহার করে আপনি সকল প্রকার কাজ করতে পারবেন| তবে এটি দেওয়ার জন্য ইউনিয়ন পরিষদে আলাদা কোন চার্জ প্রযোজ্য হবে না|