ভোটার আইডি কার্ড

নতুন বা পুরাতন ভোটার আইডি কার্ড চেক এবং ডাউনলোড

ভোটার আইডি কার্ড ডাউনলোড

ভোটার আইডি কার্ড একজন নাগরিকের জীবনে সবচেয়ে বড় রাষ্ট্রীয় মর্যাদা| ভোটার আইডি কার্ড না থাকলে আপনি কিছু নাগরিক বলে গণ্য হবেন না| রাষ্ট্রের সুযোগ সুবিধা অধিকার থেকে বঞ্চিত হবেন| তাই ভোটার আইডি কার্ড সংগ্রহ করা প্রতিটা নাগরিকদের জন্য অত্যাবশক|

তাই আজকে আমাদের আর্টিকেলের বিষয় হল ভোটার আইডি কার্ড চেক ও ডাউনলোড| প্রতিটা নাগরিকের কাছে তার ভোটার আইডি কার্ড থাকতে হবে| কিভাবে নতুন ভোটার আইডি কার্ড ডাউনলোড করবেন এবং অনলাইনে আপনার ভোটার আইডি কার্ডটি আছে কিনা সেটি চেক করার প্রসেস গুলোই আজকের আর্টিকেল এর মূল বিষয়|

ফরম নম্বর দিয়ে ভোটার আইডি কার্ড ডাউনলোড

আমরা যখন নতুন ভোটার হই তখন আমাদের নিকটস্থ ইউনিয়ন পরিষদে আমাদের বেশ কিছু তথ্য হালনাগাদ করা হয়| তথ্যগুলো হালনাগাদের পর আমাদের হাতে একটি করে স্লিপ প্রদান করা হয়| উক্ত স্লিপে একটি ফরম নাম্বার থাকে|

ভোটার আইডি কার্ড কার্যক্রম সম্পন্ন হলে নির্বাচন অফিসে তার জমা হয়| তবে তথ্য হালনাগাদ থেকে নির্বাচন অফিসে জমা হতে একটি লম্বা সময় লাগে| আপনি চাইলে এর আগে অনলাইন থেকে ফ্রম নাম্বারটি দিয়ে আপনার আইডি কার্ড ডাউনলোড করে নিতে পারেন|

তাহলে আসুন নাম্বার দিয়ে কিভাবে ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে হয় সেটা দেখে নেওয়া যাক|

প্রথম ধাপ: প্রথমে আপনার মোবাইল অথবা কম্পিউটার যেখানে একটি ব্রাউজার ওপেন করুন| এরপর নিচে দেওয়া লিংকে ক্লিক করে এই আইডির অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন| অথবা এখানে ক্লিক করেও সরাসরি ওয়েব সাইটে প্রবেশ করতে পারবেন|

https://services.nidw.gov.bd/nid-pub/

দ্বিতীয় ধাপ: ওয়েবসাইটে প্রবেশ করার পর রেজিস্টার করুন বাটনে ক্লিক করুন| ক্লিক করার পর নিচে দেওয়া ছবির মত একটি ইন্টারফেস দেখতে পাবেন| এখানে আপনার ফরম থাকা নম্বর ও জন্ম তারিখ প্রদান করুন| এরপর নিচে দেওয়া ক্যাপচা করতে সুন্দরভাবে পূরণ করুন| পরিশেষে সাবমিট বাটনে ক্লিক করুন|

নতুন বা পুরাতন ভোটার আইডি কার্ড চেক এবং ডাউনলোড
ভোটার আইডি কার্ড ডাউনলোড

 

তৃতীয় ধাপ: এরপর আপনি নিচে দেওয়া পেজটি দেখতে পাবেন| এখানে আপনি আপনার একটি সচল মোবাইল নাম্বার দিবেন| এরপর বার্তা পাঠান অপশনে ক্লিক করুন| এবার আপনার ফোনে একটি ছয় সংখ্যার ওটিপি পাসওয়ার্ড এসেছে| সেটি সাবমিট করুন|

ভোটার আইডি কার্ড ডাউনলোড
ভোটার আইডি কার্ড ডাউনলোড

সতর্কতা: একটি ভালো ক্যামেরা যুক্ত ফোনে গুগল প্লে স্টোর থেকে ok wallat এই অ্যাপটি ডাউনলোড করে ইন্সটল করুন| অ্যাপটি ডাউনলোড করতে ক্লিক করুন|

নতুন বা পুরাতন ভোটার আইডি কার্ড চেক এবং ডাউনলোড

 

চতুর্থ ধাপ: যাচাই করণ করতে দিয়ে সাবমিট করার পরপরই আপনার স্ক্রিনে একটি কিউআর কোড দেখা যাবে| আপনি যে ডিভাইস দিয়ে উপরে অ্যাপসটি ইন্সটল করেছেন সেটা ওপেন করুন| ওপেন করে স্ক্রিনে দেখানো কেয়ার কোডটি উপরে ধরুন|

নতুন বা পুরাতন ভোটার আইডি কার্ড চেক এবং ডাউনলোড

 

পঞ্চম ধাপ: কোডটি স্ক্যান করার পর ওপরের ছবিটির মতো একটি অপশন দেখতে পাবেন| এখানে ছবিটিতে যেভাবে দেখানো হয়েছে সেভাবে আপনার মুখমণ্ডলের আকৃতি সাবমিট করতে হবে|

সতর্কতা: এটি করার সময় হিজাব পড়া যাবে না, মুখমন্ডল পরিষ্কার থাকতে হবে এবং অন্ধকারে না করে ভালো একটি আলোর উপস্থিতি থাকতে হবে|

ষষ্ঠ ধাপ: পরিশেষে নিচে দেওয়া ছবিটির মতো একটি ইন্টারফেস লক্ষ্য করবেন| মনে রাখবেন আপনি যে ডিভাইস টি দিয়ে একাউন্টটি লগইন করলেন সেখানে এই পেজটি চলে আসবে| এবার নিচে দেওয়া ডাউনলোড অপশন ক্লিক করে আপনার এন আইডি কার্ডের পিডিএফ কপি ডাউনলোড হয়ে যাবে|নতুন বা পুরাতন ভোটার আইডি কার্ড চেক এবং ডাউনলোড

 

নতুন ভোটার আইডি কার্ড ডাউনলোড

আপনারা যারা নতুন ভোটার হয়েছেন বা হবেন তারা অনলাইন থেকে আইডি কার্ড ডাউনলোড করার জন্য ওপরে দেখানো পদ্ধতি অবলম্বন করবেন| তবে এক্ষেত্রে আপনাদের হাতে অবশ্যই ফরম নম্বরটি থাকতে হবে| আপনাদের যদি ফোন নাম্বারটি হারিয়ে যায় তাহলে সেটি ইউনিয়ন পরিষদ থেকে সংগ্রহ করতে পারবেন অথবা আমাদের এই আর্টিকেলটি দেখেও নিজে নিজে সংগ্রহ করে নিতে পারবেন|

নতুন ভোটার আইডি কার্ড ডাউনলোড করার জন্য উপরের ধাপগুলো অবলম্বন করা গুরুত্বপূর্ণ| উপরের ধাপগুলো অবলম্বন করে আপনি একটি সার্ভার কপি পেয়ে যাবেন| যেটা দিয়ে আপনি সকল ধরনের কাজ করতে পারবেন| তবে নির্বাচন অফিসে আপনার স্মার্ট কার্ড টি আসলে তা দ্রুত সংগ্রহ করে ফেলা উচিত|

সংশোধিত ভোটার আইডি কার্ড ডাউনলোড

সংশোধিত ভোটার কার্ড অর্থাৎ কোন ব্যক্তির ভোটার আইডি কার্ড যদি ভুল থাকে এবং উক্ত ব্যক্তি যদি তা সংশোধন করার জন্য নির্বাচন অফিসে আবেদন করে তা যদি গ্রহণযোগ্য হয়ে থাকে তাহলে সে সংশোধিত ভোটার আইডি কার্ডটি ডাউনলোড করতে পারবেন| তবে জন্য অবশ্যই প্রথম অবস্থায় নির্বাচন অফিসে অর্থাৎ তাদের ওয়েবসাইটে একটি আবেদন করতে হবে|

আবেদনের পর আপনাকে একটি ইউজার এবং পাসওয়ার্ড প্রদান করা হবে| উক্ত ইউজার পাসওয়ার্ড এর মাধ্যমেই আপনি আপনার সংশোধিত ভোটার আইডি কার্ডটি ডাউনলোড করতে পারবেন| এছাড়াও আপনি আপনার আইডি কার্ড নির্বাচন অফিস থেকে সরাসরি সংগ্রহ করতে পারবেন| আইডি কার্ড সংশোধিত হলে ফর্মে দেওয়া ফোন নাম্বারে একটি মেসেজ পাঠানো হবে| উক্ত মেসেজ দেখে আপনি অনলাইন অথবা অফলাইন থেকে সংশোধিত ভোটার আইডি কার্ড সংরক্ষণ করতে পারবেন|

হারানো ভোটার আইডি কার্ড ডাউনলোড

প্রিয় পাঠক হারানো এনআইডি কার্ড ডাউনলোড করার জন্য আপনাকে প্রথমে একটি লম্বা প্রসেস সম্পূর্ণ করে আসতে হবে| কারণ হারিয়ে যাওয়ার পর আপনি হুটহাট অনলাইন থেকে এসে সেটি ডাউনলোড করতে পারবেন না| তবে যদি আপনার পূর্বে থেকেই নির্বাচন অফিসের অনলাইন ওয়েবসাইটে আপনার তথ্য রেজিস্ট্রেশন করা থাকে তাহলে ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করতে পারবেন|

তবে আপনার যদি পুরনো আইডি কার্ড হারিয়ে যায় এক্ষেত্রে একটি লম্বা প্রসেস ফলো করে তারপর আইডি কার্ড সংগ্রহ করতে হবে| এক্ষেত্রে আপনাকে প্রথমে থানায় চিঠি করতে হবে, নির্বাচন অফিস একটি আবেদন করতে হবে| আপনারা যারা পুরনো আইডি কার্ড ডাউনলোড করতে চান তাদের জন্য আমরা একটি আর্টিকেল দিয়েছি তারা সেটি দেখে আইডি কার্ড সংরক্ষণ করতে পারেন|

জন্ম নিবন্ধন যাচাই মাত্র দুই মিনিটে

নতুন ভোটার আইডি কার্ড চেক

নতুন ভোটার আইডি কার্ড চেক করার জন্য আমরা দুইটি পদ্ধতি অবলম্বন করতে পারি| প্রথম পদ্ধতি হলো নির্বাচন অফিসের ওয়েবসাইট ভিজিট করে সেখানে ফর্ম নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে চেক করা যেতে পারে| যেটা আমরা ওপরের সুন্দরভাবে দেখিয়েছি| আপনারা চাইলে উপরে দেখানো মোতাবেক চেক করে নিতে পারবেন|

দ্বিতীয় পদ্ধতিটি হল এসএমএস এর মাধ্যমে| আপনি আপনার মোবাইল ফোনের এসএমএস অপশনে গিয়ে| টাইপ করুন NID স্পেস ফ্রম নাম্বার স্পেস জন্ম তারিখ| এরপর পাঠিয়ে দিন 105 নাম্বারে|

যেমন:NID 63719737 09-04-2000

সাথে সাথে ফিরতি এসএমএসে আপনাকে জানিয়ে দেয়া হবে| আপনার এন আইডি কার্ড হয়ে গেলে সেখানে এনআইডি নম্বর পাঠানো হবে| যদি না হয় তার কারণ উল্লেখ করা হবে|

বাংলাদেশ নির্বাচন কমিশন ভোটার আইডি কার্ড চেক

বাংলাদেশ নির্বাচন কমিশন ভোটার আইডি চেক করার জন্য আপনাকে প্রথমে নিন্মুক্ত ওয়েবসাইটে ভিজিট করতে হবে| ওয়েবসাইটে ভিজিট করেই আপনার ফরম নাম্বার জন্ম তারিখ এবং ক্যাপচা কোটি পূরণ করে রেজিস্ট্রেশন করতে হবে| এক্ষেত্রে আমাদের দেখানো প্রথম ছবিটি লক্ষ্য করতে পারেন|

সর্বশেষ কথা

আজকের এই আর্টিকেলটিতে আপনাদেরকে এন আইডি কার্ড ডাউনলোড সম্পর্কিত কিছু তথ্য দেওয়ার চেষ্টা করেছি| আপনারা যদি এনআইডি কার্ড ডাউনলোড করতে গিয়ে কোন বাধার সম্মুখীন হন তাহলে আমাদের কমেন্ট বক্সে অথবা ওয়েব সাইটে মেইল করতে পারেন| আমরা আপনাদের সমস্যা দেখে সঠিক সমাধান পাঠাবো|

এনআইডি ডাউনলোড ছাড়াও অন্য কোন বিষয়ে যদি জানতে আগ্রহী থাকেন তাহলেও আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন| সর্বোপরি মাথায় রাখবেন এনআইডি কার্ড আপনার একান্ত ব্যক্তিগত তথ্য বহন করে|তাই আপনার আইডি কার্ডের তথ্য নিরাপদে রাখুন|

জন্ম নিবন্ধন সংশোধন উপায় ২০২৪ [আবেদন, ডাউনলোড, প্রিন্ট]

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button