১৮ টি পদে সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আজকের প্রকাশিত বিজ্ঞপ্তি টি তে ৮ টি ক্যাটাগরিতে মোট ৩৯ জন আবেদন করতে পারবেন।
আজকের নিবন্ধনে সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি, শূন্য পদ, যোগ্যতা, অভিজ্ঞতা, আবেদনের প্রক্রিয়া , কাজ , বেতন, এবং অন্যান্য সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি তুলে ধরব। চলুন প্রথমে দেখে নেওয়া যাক- ১৮টি পদে সামরিক চিকিৎসার সার্ভিস মহা পরিদপ্তর নতুন নিয়োগ।
সামরিক চিকিৎসার সার্ভিস মহা পরিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এক পলকে দেখি
- ১। প্রতিষ্ঠান নামঃসামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর।
- ২। পদের নামসমুহঃ রিসার্চ এ্যাসিসট্যান্ট-কম্পিউটার মুদ্রাক্ষরিক-এফডব্লিউএ-মিউজিয়াম কেয়ারটেকার- স্টোরম্যান-বাটলার-ল্যাব পরিচারক- অগ্নিনির্বাপক- ল্যাব বিয়ারার-অফিস সহায়ক-নিরাপত্তা প্রহরী-শ্রমিক-আয়া- বাবুর্চি- মালী-সহকারী বাবুর্চি- মেসওয়েটার-পরিচ্ছন্নতাকর্মী-
- ৩। পদ সংখ্যাঃ ৩৯
- ৪ চাকরির আবেদনঃ অনলাইনে।
- ৫। চাকরির ধরনঃসরকারি চাকরি।
- ৬। বয়সঃ১৮ হতে ৩০ বছর।
- ৭। যোগ্যতা ও অবিজ্ঞতাঃ নিম্মোক্ত বিজ্ঞপ্তিতে প্রকাশিত যোগ্যতা সম্পন্ন নারী এবং পুরুষ আবেদন করতে পারবেন।
- ৮। বেতন ভাতা ;১০,২০০- ২৪,৬৮০ টাকা থেকে ৮,২৫০ – ২০,০১০ টাকা।
- ৯। আবেদন শুরু তারিখঃ ২৫ – ০৯- ২০২৪
- ১০। আবেদন শেষ তারিখঃ
- ১১। আবেদন করার ওয়েবসাইটঃ
- ১২। বিজ্ঞপ্তি প্রকাশের তারিখঃ
সামরিক চিকিৎসার সার্ভিস মহা পরিদপ্তর নিয়োগ ২০২৪ [ পদ,যোগ্যতা, বেতন]
সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর (প্রতিরক্ষা মন্ত্রণালয়), ঢাকা সেনানিবাস এবং এর আওতাধীন আন্তঃবাহিনী মেডিকেল ইউনিট সমূহে নিম্নে বর্ণিত শূন্য পদে অসামরিক লোক নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশী পুরুষ ও মহিলা নাগরিকদের নিকট হতে অনলাইনে (http://dgms.teletalk.com.bd ওয়েবসাইটে) আবেদনপত্র আহবান করা যাচ্ছে। অনলাইন (Online) ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না:নিম্নে বিস্তারিত দেখুন।
সামরিক চিকিৎসার সার্ভিস মহা পরিদপ্তর নিয়োগ আবেদন করার শর্তাবলী দেখুন
১। ০৯ অক্টোবর ২০২৪ তারিখে সকল প্রার্থীর বয়স ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর জন্য বয়সসীমা ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে কোন প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
২। সরকারি চাকরিতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে আবেদনপত্র পূরণের সময় Departmental Candidate এর ঘরে টিক (১) চিহ্ন দিতে হবে। অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। মৌখিক পরীক্ষার সময় সরকারি চাকরিরত প্রার্থীগণ যথাযথ কর্তৃপক্ষ প্রদত্ত অনাপত্তি পত্রের মূলকপি দাখিল করবে।
৩। নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান সরকারি বিধি-বিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধি-বিধান সংশোধন হলে তা অনুসরণ করা হবে।
8। লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
৫। এ নিয়োগের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সর্বশেষ জারিকৃত সরকারি বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করা হবে।
৬। কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি/বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। ক। পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীগণ http://dgms.teletalk.com.bd ওয়েবসাইটে লগ-ইন করে Online-এ আবেদনপত্র পূরণ করবেন।
৭। Online-এ আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলীঃ আবেদন ও পরীক্ষা ফি জমাদানের সময়সীমা নিম্নরূপঃ
(১) Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখঃ ২৫ সেপ্টেম্বর ২০২৪ সকাল- ১০:০০ টা।
(২) Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ০৯ অক্টোবর ২০২৪ বিকাল ০৫:০০ টা।
সামরিক চিকিৎসার সার্ভিস মহা পরিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর অফিসিয়াল নোটিশ দেখুন
