ais.gov.bd job circular2024 | কৃষি তথ্য সার্ভিস চাকরির খবর
কৃষি তথ্য সার্ভিসে চাকরির সুযোগ!
কৃষি তথ্য সার্ভিস এখন নতুন কর্মী নিয়োগ করছে! এই সরকারি সংস্থায় মোট ১০টি পদে লোক নেওয়া হবে। বাংলাদেশের যেকোন জেলার নারী ও পুরুষ প্রার্থীরা এই চাকরির জন্য আবেদন করতে পারবেন
কেন এই চাকরিটি আপনার জন্য উপযুক্ত হতে পারে:
সরকারি চাকরি: সরকারি চাকরির স্থিতিশীলতা এবং সুযোগ-সুবিধা ভোগ করার সুযোগ পাবেন।
কৃষি খাতে অবদান: দেশের কৃষি খাতের উন্নয়নে সরাসরি অংশগ্রহণ করার সুযোগ পাবেন।
কর্মজীবন গড়ার সুযোগ: এই চাকরির মাধ্যমে আপনি একজন সফল কর্মজীবন গড়ে তুলতে পারবেন।
আবেদনের যোগ্যতা:
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞপ্তিতে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।
অভিজ্ঞতা: (যদি প্রযোজ্য হয়) বিজ্ঞপ্তিতে উল্লেখিত অভিজ্ঞতা থাকতে হবে।
কম্পিউটার দক্ষতা: কম্পিউটার চালানোর যথেষ্ট দক্ষতা থাকতে হবে।
পুন: নিয়োগ
পদের নাম : সহকারী সম্পাদক
পদ সংখ্যা : ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা : স্নাতক ডিগ্রি।
বেতন: ১১,৩০০ – ২৭,৩০০ টাকা।
পদের নাম : কম্পোজিটর
পদ সংখ্যা : ০১ টি
শিক্ষাগত যোগ্যতা : উচ্চ মাধ্যমিক বা সমমান পাশ।
বেতন স্কেল : ৯,৩০০-২২,৪৯০ টাকা
পদের নাম : ক্যশিয়ার কাম একাউনটেন্ট
পদ সংখ্যা : ০১ টি
শিক্ষাগত যোগ্যতা : উচ্চ মাধ্যমিক বা সমমান পাশ।
বেতন স্কেল : ৯,৩০০-২২,৪৯০ টাকা
পদের নাম : প্রুফরিডার
পদ সংখ্যা : ০২ টি
শিক্ষাগত যোগ্যতা : উচ্চ মাধ্যমিক পাশ।
বেতন স্কেল : ৯,৩০০-২২,৪৯০ টাকা
পদের নাম : প্রেরক
পদ সংখ্যা : ০২ টি
শিক্ষাগত যোগ্যতা : উচ্চ মাধ্যমিক পাশ।
বেতন স্কেল : ৯,৩০০-২২,৪৯০ টাকা
পদের নাম : পেইন্টার
পদ সংখ্যা : ০১ টি
শিক্ষাগত যোগ্যতা : মাধ্যমিক পাশ।
বেতন স্কেল : ৯,৩০০-২২,৪৯০ টাকা
পদের নাম : কার্পেন্টার
পদ সংখ্যা : ০১ টি
শিক্ষাগত যোগ্যতা : ৮ম শ্রেণি।
বেতন স্কেল : ৯,৩০০-২২,৪৯০ টাকা
পদের নাম : ডার্করুম সহকারী
পদ সংখ্যা : ০১ টি
শিক্ষাগত যোগ্যতা : ৮ম শ্রেণি।
বেতন স্কেল : ৮,৮০০-২০,০১০ টাকা
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে http://ais.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
আবেদন শুরুর সময়: ২২ আগষ্ট ২০২৪ তারিখ সকাল ১০:০০ টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময়: ০৫ সেপ্টেম্বর ২০২৪ বিকাল ০৫:০০ টা পর্যন্ত আবেদন করা যাবে।
নিম্নবর্ণিত শর্তাবলি আবেদন ফরম পুরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে:
১। ০৪.০৬.২০২৪ খ্রি: সাধারণ প্রার্থী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮-৩০ বছর। তবে, মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮-৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
২ . সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে।
৩ . সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। বর্ণিত পদের জন্য লিখিত ও ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই। মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন।
৪. মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং পুরণকৃত Application Form সহ সকল সনদপত্রের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে।
এছাড়া, জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসেবে ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদ প্রদান করতে হবে। চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে দাখিল করতে হবে।
৫. আবেদনকারী মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধার পুত্র/কন্যা হলে সে মর্মে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত পিতা/মাতা/মাতাসমূহের মুক্তিযোদ্ধার সার্টিফিকেট এর সত্যায়িত কপি প্রমাণস্বরূপ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/পৌরসভার মেয়র/কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে।
৬. লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার ভাতা প্রদান করা হবে না।
৭. নিয়োগকারী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হাস/বৃদ্ধি পূর্ণাঙ্গ/আংশিক বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করে। নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
৮. অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলি ও করণীয়:
ক) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি https://ais.teletalk.com.bd. এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
আবেদনের সময়সীমা নিম্নরূপ: online-এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময় ২২.০৮.২০২৪ খ্রি: সকাল-১০:০০ ঘটিকা।
(ii) online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ০৫.০৯.২০২৪ খ্রি: বিকাল-৫:০০ ঘটিকা। উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ online-এ আবেদনপত্র submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে SMS এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
খ) online-এ আবেদপত্রে প্রার্থী তাঁর স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০xপ্রস্থ ৮০ pixel) ও সদ্য তোলা (অনুর্ধ্ব ৯০ দিন) রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০xপ্রস্থ ৩০০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ, সর্বোচ্চ ১০০ KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০ KB হতে হবে।
গ) online আবেদপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু online-এ আবেদপত্র submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সর্ম্পকে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
ঘ) প্রার্থী online এ পূরণকৃত আবেদপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।
৩) SMS প্রেরণের নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদান: Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা অনুযায়ী ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে।
নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা প্রার্থী User ID, ছবি, এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s copy পাবেন। যদি Applicant’s copy তে কোন তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/সম্পূর্ণ সাদা/ঘোলা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন।
তবে আবেদন ফি জমাদানের পরে আর কোন পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant’s copyতে তার সাম্প্রতিক তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত থাকা ও এর সঠিকতার বিষয়টি পিডিএফ কপি ডাউনলোডপূর্বক নিশ্চিত করে রঙিন প্রিন্ট করে সংক্ষরণ করবেন।
Applicant’s কপিতে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে আবেদন ফি বাবদ ১ হতে ৭ পর্যন্ত ক্রমিক নম্বরের জন্য আবেদন ফি বাবদ ২০০/- (দুইশত) টাকা ওTeletalk এর সার্ভিস চার্জ বাবদ ২৩ (তেইশ) টাকাসহ (অফেরতযোগ্য) মোট ২২৩/- (দুইশত তেইশ) টাকা এবং ৮ নং ক্রমিক নম্বরের জন্য
আবেদন ফি বাবদ ১০০/-(একশত) টাকা Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ১২ (বার) টাকাসহ (অফেরতযোগ্য) মোট ১১২ (একশত বার) টাকা Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন।
এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য যে, “online-এ আবেদনপত্রের সকল অংশ পুরণ করে submit করা হলেও পরীক্ষার ফি জনা না দেয়া পর্যন্ত online-এ আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না”।
প্রথম SMS: AISUser ID লিখে send করতে হবে ১৬২২২ নম্বরে Example: AIS ABCDEF Reply: Applicant’s Name, TK-223/112 Will be charge as application fee. Your PIN is 12345678. Το pay fee Type AIS Yes PIN and send to 16222. দ্বিতীয় SMS: AIS Yes PIN লিখে send করতে হবে 16222 নম্বরে
Example: AIS Yes 12345678 Reply: Congratulations Applicant’s Name, Payment complete successfully for AIS Ap Pliction for (post name) User ID is (ABCDEF) and password (xxxxxxx
( User ID জানা থাকলে: AISHelpUserUser ID & Send to 16222 Example: AIS Help User ABCDEF (ii) PIN Number জানা থাকলে AISHelpPINPIN Number & Send to 16222 Example: AIS Help PIN 12345678 পত্রিকা ছাড়াও কৃষি তথ্য সার্ভিস এর ওয়েবসাইট www.ais.gov.bd এ বিজ্ঞপ্তিসহ এতদসংক্রান্ত সকল তথ্য দেখা যাবে
। অথবা QR Code স্ক্যান এর মাধ্যমে টেলিটকের জব পোর্টাল https://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য www.ais.gov.bd ওয়েবসাইট হতে জানা যাবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেতে ১২১ অথবা alljobs.query@teletalk তে যোগাযোগ করা যাবে।
এছাড়াও, টেলিটকের জব পোর্টাল এর ফেসবুক পেজ https://www.facebook.com/alljobsbdTeletaik এ মেসেজ এর মাধ্যমে যোগাযোগ করা যাবে। (Mail/মেসেজে এর Subject Organization Name: AIS, post Name Applicant’s User ID Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে।) ডিক্লারেশন: প্রার্থীকে অনলাইনে আবেদনপত্রে ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য।
প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুনীর্তির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে। ৯. online এ আবেদন ও নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।