জন্ম নিবন্ধন

অনলাইনে নতুন জন্ম নিবন্ধন আবেদন করুন

অনলাইনে নতুন জন্ম নিবন্ধন আবেদন করতে চান? যদি তাই হয় তাহলে আজকে আর্টিকেলটি সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়ুন। এখানে আমরা কিভাবে অনলাইনে জন্ম নিবন্ধন আবেদন করবেন এবং জন্ম নিবন্ধন সংশোধন , জন্ম নিবন্ধন আবেদন পত্র অনুসন্ধা্‌ন, জন্ম নিবন্ধন আবেদনপত্র প্রিন্ট ইত্যাদি সহ বিভিন্ন তথ্য আজকের আর্টিকেলে তুলে ধরব।

আজকের আর্টিকেলের মূল টপিক হচ্ছে অনলাইনে নতুন জন্ম নিবন্ধন আবেদন। চলুন দেখে নিয়ে যাক কিভাবে নতুন জন্ম নিবন্ধন আবেদন করবেন।

অনলাইনে নতুন জন্ম নিবন্ধন আবেদন করতে কি কি কাগজপত্র প্রয়োজন

জন্ম নিবন্ধন আবেদন সম্পন্ন করার জন্য নিম্নলিখিত ডকুমেন্টগুলো প্রয়োজন। আপনার কি নিম্নলিখিত ডকুমেন্টগুলো আছে? তবে অনলাইনে জন্ম নিবন্ধন আবেদন করার ক্ষেত্রে ব্যক্তির বয়স যদি 5 বছরের নিচে হয় তাহলে জন্ম নিবন্ধন করতে সুবিধা হয় এবং যদি পাঁচ বছরের বেশি হয় তাহলে আরও বেশি তথ্য প্রদান করতে হয়।

জন্ম নিবন্ধন কারীর বয়স ৫ বছরের কম হলে যে সকল কাগজপত্র প্রয়োজন

১. চিকিৎসা প্রতিষ্ঠানের ছাড়পত্র বা চিকিৎসা প্রতিষ্ঠান প্রদত্ত জন্ম সংক্রান্ত সনদের সত্যায়িত কপি বা পূরণকৃ্ত আবেদনপত্রে বার্থ এটেন্ডের এর প্রত্যায়ন বা ইপিআই কার্ডের সত্যায়িত অনুলিপি।

২. পিতা / মাতা/ পিতামহ / পিতামহীর দ্বারা স্বনামে স্থায়ী ঠিকানা হিসেবে ঘোষিত আবাসস্থলের বিপরীতে হালনাগাদ কর পরিশোধের প্রমাণপত্র বা পিতা / মাতা/ পিতামহ / পিতামহীর জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট ঘোষিত স্থায়ী ঠিকানা বা জমি অথবা বাড়ি ক্রয়ের দলিল , খাজনা ও কর পরিশোধ রশিদ। (নদীভাঙ্গন অন্য কোন কারণে স্থায়ী ঠিকানা বিলুপ্ত হলে)।

জন্ম নিবন্ধন কারীর বয়স ৫ বছরের বেশি হলে যে সকল কাগজপত্র প্রয়োজন

১. চিকিৎসক কর্তৃক প্রত্যায়ন পত্র (বাংলাদেশ মেডিক্যাল এন্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক স্বীকৃত এমবিবিএস বা তদূর্ধ্ব ডিগ্রিধারী) বা সরকার কর্তৃক পরিচালিত প্রথমিক শিক্ষা সমাপনী, জুনিয়র স্কুল সার্টিফিকেট এবং শিক্ষা বোর্ড কর্তৃক পরিচালিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট।

২. পিতা / মাতা/ পিতামহ / পিতামহীর দ্বারা স্বনামে স্থায়ী ঠিকানা হিসেবে ঘোষিত আবাসস্থলের বিপরীতে হালনাগাদ কর পরিশোধের প্রমাণপত্র বা পিতা / মাতা/ পিতামহ / পিতামহীর জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট ঘোষিত স্থায়ী ঠিকানা বা জমি অথবা বাড়ি ক্রয়ের দলিল , খাজনা ও কর পরিশোধ রশিদ। (নদীভাঙ্গন অন্য কোন কারণে স্থায়ী ঠিকানা বিলুপ্ত হলে)।

শিশুর বয়স ৪৫ দিনের মাঝে হলে যেসব ডকুমেন্ট লাগবে

শিশুর বয়স ৪৫ দিনের মাঝে হলে নতুন জন্ম নিবন্ধন আবেদন করতে নিম্নলিখিত তথ্যগুলো আবেদন করার সময় প্রয়োজন হবে।

  • ১। টিকা কার্ড বা হাসপাতালের ছাড়পত্র
  • ২। শিশুর এক কপি পাসপোর্ট সাইজের ছবি।
  • ৩। শিশুর জন্মস্থান এবং জন্ম তারিখের প্রমানপত্র হিসেবে হাসপাতাল/ক্লিনিক থেকে পাওয়া প্রত্যয়ন পত্র ।
  • ৪। বাংলা ভাষায় পিতা-মাতার অনলাইনে নিবন্ধন করা জন্ম সনদ।
  • ৫। পিতা-মাতার জাতীয় পরিচয় পত্র ।
  • ৬। শিশুর যেকোনো অভিভাবকের কর পরিশোধ করার প্রমানপত্র।
  • ৭। আবেদনকারী পিতা/মাতার মোবাইল নাম্বার।
  • ৮। অনলাইনে আবেদনের প্রিন্ট কপি।।
  • ৯। উপরোক্ত তথ্যগুলো অবশ্যই প্রয়োজন হবে। এছাড়াও, আবেদন করার সময় শিশুর জন্মস্থানের ঠিকানা (দেশ, বিভাগ, জেলা, উপজেলা, ডাকঘর, গ্রাম/এলাকার নাম), বর্তমান ও স্থায়ী ঠিকানা, পিতা ও মাতার জাতীয়তা উল্লেখ করে দিতে হবে।

আরও পড়ুন

জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪

অনলাইনে নতুন জন্ম নিবন্ধন আবেদন করার নিয়ম

জন্ম নিবন্ধন আবেদন প্রক্রিয়া

ধাপ ১ –

অনলাইনে আবেদন করুন। অনলাইন আবেদনের জন্য নিচের ওয়েবসাইট লিংকটি ব্যবহার করুনঃ https://bdris.gov.bd/br/application

অনলাইন আবেদনের একটি প্রিন্ট কপি নেন।

ধাপ ২ –

দূতাবাসের কন্স্যুলার কাউন্টারে অনলাইন আবেদনের কপির সাথে নিন্মলিখিত কাগজপত্রাদি জমা দেনঃ

  • ক) আবেদনকারীর জর্ডানের জন্ম সনদের আরবি ও ইংরেজি কপি ।
  • খ) বাবা ও মায়ের পাসপোর্ট ও জন্ম নিবন্ধনের অনলাইন কপি ।
  • গ) বাবা – মায়ের বিবাহের সনদপত্র / নিকাহনামার কপি ।
  • ঘ) বাংলাদেশের স্থায়ী ঠিকানার প্রমাণ পত্র (বিদ্যুৎ বিল অথবা জমির খারিজ অথবা পরচা অথবা দলিল অথবা হোল্ডিং ট্যাক্স রশিদ এর কপি অথবা চেয়ারম্যান সার্টিফিকেট) ।
  • ঙ) আবেদনকারীর দুই কপি ছবি ।

ধাপ ৩ –

দূতাবাসের কন্স্যুলার কাউন্টারে নির্ধারিত ফি জমা দেনঃ

  • শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে আবেদন করলে বিনা ফি ।
  • জন্মের ৪৫ দিন পার হওয়ার পর আবেদনের ক্ষেত্রে ফি ১ জর্ডানিয়ান দিনার ।
  • জন্ম সনদের তথ্য সংশোধনের আবেদনের জন্য ফি ২ জর্ডানিয়ান দিনার ।

জন্ম নিবন্ধন আবেদন ফরম

অনলাইনে নতুন জন্ম নিবন্ধন আবেদন করুন
অনলাইনে নতুন জন্ম নিবন্ধন আবেদন করুন

অনলাইনে নতুন জন্ম নিবন্ধন আবেদন যাচাই

অনলাইনে নতুন জন্ম নিবন্ধন আবেদন করুন

জন্ম নিবন্ধন আবেদন পত্র প্রিন্ট

অনলাইনে নতুন জন্ম নিবন্ধন আবেদন করুন

জন্ম নিবন্ধন আবেদন ফরম ডাউনলোড pdf

জন্ম নিবন্ধন সংশোধন ফরম ডাউনলোড 2024

২০২৪ সালে নতুন নিয়মে জন্ম নিবন্ধন আবেদন মাত্র ২মিনিটে

জন্ম নিবন্ধন সংশোধন উপায় ২০২৪ [আবেদন, ডাউনলোড, প্রিন্ট]

জন্ম নিবন্ধন যাচাই মাত্র দুই মিনিটে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button