জন্ম নিবন্ধন সংশোধন ফরম ডাউনলোড 2024

আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন। নতুন আরেকটি টপিক নিয়ে আপনাদের সামনে লিখতে শুরু করলাম। আজকে টপিকে আমরা জন্ম নিবন্ধন সংশোধন সংক্রান্ত বিভিন্ন তথ্য আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকলে আপনি জন্ম নিবন্ধন সংশোধন সংক্রান্ত সকল তথ্য দেখতে ও জানতে পারবেন।

আপনারা চাইলে জন্ম নিবন্ধন সংশোধন অনলাইন থেকে অথবা আপনার নিজস্ব ইউনিয়ন পরিষদ থেকে খুব সহজেই জন্ম নিবন্ধন সংশোধন করে নিতে পারেন। তো কিভাবে এবং খুব কম সময়ে কিভাবে জন্ম নিবন্ধন সংশোধন করা যায় সেই বিষয়গুলো জানতে আমাদের সাথেই থাকুন।

এমন কম ব্যক্তি রয়েছে যারা জন্ম নিবন্ধন নিয়ে হয়রানি শিকার হয়নি? কারণ বর্তমানে একটি জন্ম নিবন্ধন একটি নাগরিকের পরিচয় বহন করে। জন্ম নিবন্ধন ন প্রতিটি নাগরিকের থাকতে হয়। আর সেই জন্ম নিবন্ধন করতে গিয়ে অনেক ভুলভ্রান্তি হয়ে থাকে অথবা বিভিন্ন কারণে সংশোধন করা প্রয়োজন হয়। চলুন আজকের আর্টিকেল থেকে দেখে নেই কিভাবে দুই থেকে তিন দিনের মধ্যে জন্ম নিবন্ধন সংশোধন এবং সমাধান পেতে পারি।

জন্ম নিবন্ধন সংশোধনের উপায় ২০২৪

সম্মানিত পাঠক পাঠীকা, জন্ম নিবন্ধন সংশোধন করতে হলে অবশ্যই পূর্বে জন্ম নিবন্ধন টি অনলাইনে থাকতে হবে অর্থাৎ ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন থাকতে হবে। চলুন দেখে নিয়ে যাক কিভাবে জন্ম নিবন্ধন সংশোধন করা যায়-

১। জন্ম নিবন্ধন সংশোধন করতে হলে অবশ্যই তাদের অফিসিয়াল ওয়েবসাইট bdris.gov.bd/br/correction এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। উপরোক্ত ওয়েবসাইটে প্রবেশ করার পর নিম্নের পিকচার এর মত দেখতে পারবেন।

২। এরপর তাদের অফিসে ওয়েবসাইটে প্রবেশ করার পর যে জন্ম নিবন্ধন এর সংশোধন করতে চান? সেই জন্ম নিবন্ধন নম্বরটি লিখুন, এরপর নিবন্ধন অনুযায়ী জন্ম তারিখ লিখুন এবং সর্বশেষ ছবিতে দেওয়া ক্যাপচা পূরণ করে অনুসন্ধান করুন। উপরোক্ত তথ্য সঠিকভাবে দিয়ে অনুসন্ধান বাটনে ক্লিক করার পরে নিম্নের ছবিটি দেখতে পারবেন.

৩। এখানে আপনি জন্ম নিবন্ধনকারীর জন্ম তারিখ, নিবন্ধন ব্যক্তির নাম, নিবন্ধন ব্যক্তির পিতার নাম এবং নিবন্ধনকারী ব্যক্তির মাথার নাম দেখতে পারবেন।

৪। এখন আপনি বাম পাশে নির্বাচন করুন একটি বাটন দেখতে পারবেন এবং সেখানে ক্লিক করুন। ক্লিক করলে আপনি নিম্নত্ব ব্রাউজার দেখতে পারবেন।

৫। প্রথমেই আপনি নতুন ফরমে জন্ম নিবন্ধন সংশোধনের বিষয় সমূহ দেখতে পারবেন এবং সেখান থেকে আপনার জন্ম নিবন্ধন সংশোধনের বিষয় সিলেক্ট করতে হবে। যেমন জন্ম নিবন্ধন সংশোধনের বিষয়গুলো হলো-

  • জন্ম তারিখ (খ্রিঃ),
  • পিতা ও মাতার কততম সন্তান,
  • লিঙ্গ,
  • পিতার নাম (বাংলা),
  • মাতার নাম (বাংলা),
  • পিতার নাম (ইংরেজি),
  • মাতার নাম (ইংরেজি),
  • নামের প্রথম অংশ বাংলায়,
  • নামের প্রথম অংশ ইংরেজি,
  • নামের শেষ অংশ ইংরেজি,
  • জাতীয়তা,
  • এন আই ডি,
  • ব্যাক্তির ছবি,
  • পাসপোর্ট নাম্বার,
  • পিতার জাতীয়তা,
  • মাতার জাতীয়তা.

৬। বিষয় নির্বাচন শেষ হলে আপনার সংশোধিত তথ্য প্রদান করবেন এবং কি কারনে জন্ম নিবন্ধন সংশোধন করতে চান তা সিলেক্ট করবেন।

৭। জন্মস্থানের ঠিকানা সংশোধন করার নিয়ম-

জন্মস্থানের ঠিকানা সংশোধন করতে হলে বর্তমান ঠিকানা ও সংশোধিত ঠিকানা উল্লেখ করতে হবে। যেমন-

৮। সর্বশেষ আপনাকে কিছু তথ্য ও ফাইল আপলোড করতে হবে। সেখানে আপনার জন্ম নিবন্ধনকারীর সাথে সম্পর্ক উল্লেখ করতে হবে। এবং জন্ম নিবন্ধনকারীর মোবাইল নাম্বার ও ইমেইল উল্লেখ করতে হবে।

এবং উল্লেখিত মোবাইল নাম্বারে ওটিপি প্রদান করে সেই ওটিপি সঠিকভাবে লিখে সাবমিট করতে হবে। সর্বশেষ সংশোধিত ফরম ডাউনলোড করতে পারবেন এবং প্রিন্ট করে রাখতে পারবেন।

আপনার সংশোধিত ফর্মটি উপজেলা নির্বাচন অফিসে গিয়ে দিয়ে আসতে হবে এবং কিছুদিনের মধ্যেই আপনার নিজস্ব ইউনিয়ন পরিষদ থেকে আপনার জন্ম নিবন্ধন সঠিক রূপে দেখতে পারবেন।

[বিশেষ দ্রষ্টব্যঃ প্রতিটি জন্ম নিবন্ধন সর্বোচ্চ দুই বার করে সংশোধন করতে পারবেন]

যেকোনো জন্ম নিবন্ধন সংশোধন ফি

সংশোধনের ধরনদেশে (টাকা)
জন্ম তারিখ সংশোধন১০০
নাম, পিতার নাম, মাতার নাম, ঠিকানা ইত্যাদি সংশোধন৫০
বাংলা ও ইংরেজি উভয় ভাষায় মূল সনদ বা তথ্য সংশোধনের পর সনদের কপি সরবরাহবিনা ফিসে
বাংলা ও ইংরেজি উভয় ভাষায় সনদের নকল সরবরাহ৫০
যেকোনো জন্ম নিবন্ধন সংশোধন ফি

সংশোধনের ধরন অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র

সংশোধিত তথ্যপ্রয়োজনীয় কাগজপত্র
নাম, জন্ম তারিখ ও পিতা-মাতার নামজাতীয় পরিচয়পত্র,
শিক্ষাগত যোগ্যতার সনদ,
পাসপোর্টের কপি,
পিতা-মাতার জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র,
টিকা কার্ড/ হাসপাতালের সনদ
স্থায়ী ঠিকানা পরিবর্তনকাউন্সিলর বা চেয়ারম্যানের প্রত্যয়নপত্র,
স্থায়ী ঠিকানার হালনাগাদ কর পরিশোধের রসিদ
বর্তমান ঠিকানা পরিবর্তনবিদ্যুৎ/ ইউটিলিটি বিলের কপি
সংশোধনের ধরন অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র

জন্ম নিবন্ধন সনদের নাম সংশোধনের জন্য প্রয়োজনীয় তথ্য ও পদ্ধতি: [অনলাইনে আবেদন]

জন্ম নিবন্ধন সনদের নাম সংশোধনের জন্য আপনি অনলাইনে আবেদন করতে পারবেন।
সঠিকভাবে আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলে সাধারণত ১৫ দিনের মধ্যে আপনার আবেদন অনুমোদিত হবে।

জন্ম নিবন্ধন সংশোধন আবেদনের সর্বশেষ অবস্থা জানুন অনলাইনে

আপনার জন্ম নিবন্ধন সংশোধনের আবেদনটি এখন কোন পর্যায়ে রয়েছে, তা খুব সহজেই অনলাইনে জানতে পারবেন।

কীভাবে জানবেন?

আবেদন আইডি ও জন্ম নিবন্ধন নম্বর: আপনার আবেদন করার সময় যে আবেদন আইডি ও জন্ম নিবন্ধন নম্বর দেওয়া হয়েছিল, সেগুলোই আপনার প্রয়োজন হবে।

অনলাইন পোর্টাল: নিবন্ধন কার্যালয়ের ওয়েবসাইটে বা একটি নির্দিষ্ট পোর্টালে গিয়ে আপনার আবেদনের স্ট্যাটাস চেক করতে পারবেন।

সহজ পদ্ধতি: সাধারণত, একটি ফর্ম পূরণ করে আপনার আবেদন আইডি ও জন্ম নিবন্ধন নম্বর দিতে হবে। এরপর সাবমিট করলেই আপনার আবেদনের সর্বশেষ অবস্থা দেখতে পাবেন।

জন্ম নিবন্ধন সংশোধন করার নিয়ম ২০২৪ Jormonibondon Songsodhon 2024

জন্ম নিবন্ধন সংশোধন করার নিয়ম ২০২৪ Jormonibondon Songsodhon 2024

আরো পড়ুন

জন্ম নিবন্ধন সংশোধন উপায় ২০২৪ [আবেদন, ডাউনলোড, প্রিন্ট]

Nid নাম্বার দিয়ে আইডি কার্ড বের করার নিয়ম 2024

স্মার্ট কার্ড ডাউনলোড করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top