সাধারণ জ্ঞান | Sadharon Gan

নতুন নতুন বুদ্ধির ধাঁধা উত্তর সহ ২০২৪

বুদ্ধির ধাঁধা উত্তর সহ

বুদ্ধির  ধাঁধা  উত্তর সহ পেতে হলে আজকে পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে করতে হবে। সম্মানিত পাঠক, আসসালামুয়ালাইকুম আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন। উপরে টাইটেল দেখে বুঝতে পেরেছেন আজকে আমরা ২০২৪ সালের নতুন নতুন বুদ্ধির ধাঁধা উত্তর সহ আলোচনা করতে যাচ্ছি আপনাদের মাঝে।

 

 আমরা অনেকেই বুদ্ধির ধাঁধা  একে অপরকে প্রশ্ন করে থাকি। অনেকবুদ্ধির ধাঁধার উত্তর আমরা করতে পারি না বা অন্যকে নতুন কোন কঠিন বুদ্ধির ধাঁধা  প্রশ্ন করে আটকাতে চাই? তো সকালে উদ্দেশ্যে আজকে আমরা বুদ্ধির ধাঁধা উত্তর সহ নিয়ে হাজির হলাম।

 

বুদ্ধির ধাঁধা উত্তর সহ

 

ধাঁধা ১: কোন জিনিসের শুরুতে মাথা, মাঝখানে শরীর এবং শেষে পায়া থাকে?

 

উত্তর: একটি সুঁচ

 

ধাঁধা ২: কোন জিনিস একবার ভাঙলে আবার আর জোড়া লাগে না?

 

উত্তর: একটি প্রতিশ্রুতি

 

ধাঁধা ৩: কোন জিনিসের দুটি চোখ আছে কিন্তু দেখতে পায় না?

 

উত্তর: একটি কাঁচের গ্লাস

 

ধাঁধা ৪: কোন জিনিস হাতে ধরলে ছোট হয় এবং ফেলে দিলে বড় হয়?

 

উত্তর: একটি বল

 

ধাঁধা ৫: কোন জিনিসের জিহ্বা আছে কিন্তু কথা বলতে পারে না?

 

উত্তর: একটি জুতো

 

ধাঁধা ৬: কোন জিনিসের কোনো পা নেই কিন্তু দৌড়াতে পারে?

 

উত্তর: সময়

 

ধাঁধা ৭: কোন জিনিসের কোনো মুখ নেই কিন্তু চিৎকার করে?

 

উত্তর: একটি বন্দুক

 

ধাঁধা ৮: কোন জিনিসের কোনো শরীর নেই কিন্তু ওজন আছে?

 

উত্তর: একটি ছায়া

 

ধাঁধা ৯: কোন জিনিসের কোনো জীবন নেই কিন্তু শ্বাস নেয়?

 

উত্তর: আগুন

 

ধাঁধা ১০: কোন জিনিসের কোনো শরীর নেই কিন্তু কান আছে?

 

উত্তর: একটি শঙ্খ.

 

১১ ধাঁধা : নয়নে নয়নে থাকে দেখতে হয় সুন্দর। নয়নকে সুন্দর রাখে নয়নের কেউই নয়। কে সে?

 

উত্তর : কাজল।

 

১২ ধাঁধা : ফস করে রেগে যায়, ধপ করে জ্বলে। বাক্স এ সারি সারি ঘুমে থাকে পড়ে?

 

উত্তর : দেশলাই।

 

১২ ধাঁধা : দশটি মাথা একটি হাত চলমান তাঁবু। রোদে-জলে তাঁবু মেলে হেটে যান বাবু।কে সে?

 

উত্তর : ছাতা।

 

১৩ ধাঁধা : মাথা ৩ টি। মুখ ১ টি। ক্ষুধা মোটে পায়না। খেতে দিলে খেতে থাকে পেট তবু ভরে না।কে সে?

 

উত্তর : মাটির চুলা।আগুন জ্বালিয়ে দিলে জলতেই থাকে।

 

১৪ ধাঁধা চার পায়ে বসি আমরা। আট পায়ে চলি। বাঘও নই ভাল্লুকও নই তবু আস্ত কাঁধে ঝুলি।

 

উত্তর : পালকি, পাল্কির মধ্যে মানুষ নেওয়াকে বুঝিয়েছে।

 

১৫ ধাঁধা : ব্যবহার করার জন্য এমন একটি জিনিস যাকে ভাঙতেই হবে?

 

উত্তর : ডিম। ভাঙ্গা ছাড়া খাওয়া যায় না।

 

১৬ ধাঁধা : কোন মূলের ফুল লাল হয়?

 

উত্তর : শিমূল ফুলের।

 

১৭ ধাঁধা : আড়াইশো থেকে পাঁচ পঞ্চাশ বাদ দিলে কত থাকে?

 

উত্তর : শূন্য থাকে।

 

১৮ ধাঁধা : অনেক বড় আঙিনা। ঝাড় দিয়েও শেষ করা যায় না।আবার কতো ফুল ফুটে আছে সেখানে।যার নাই কোনো তুলনা। জিনিসটি কি?

 

উত্তর : আকাশ ও আকাশ ভরা তারা।

 

১৯ ধাঁধা : কোন জামা কেউ কখনো গাঁয়ে দেয় না?

 

উত্তর : পায়জামা কেউ গায়ে দেয় না।

 

২০। ধাঁধা: আমার একটি সংখ্যা আছে। যদি আমার থেকে ৫ বিয়োগ করি এবং ফলাফলকে ৩ দিয়ে ভাগ করি, উত্তর হবে ৪। আমি কে?উত্তর: ১৭

 

২১। ধাঁধা: একটি ঘরের মেঝেতে ৪টি কোণ আছে। প্রতিটি কোণে একটি বিড়াল বসে আছে। প্রতিটি বিড়ালের সামনে তিনটি বিড়াল বসে আছে। ঘরে কতগুলি বিড়াল আছে?উত্তর: ৪টি। প্রতিটি বিড়ালের সামনে যে তিনটি বিড়ালকে দেখা যাচ্ছে, সেগুলো আসলে একই বিড়ালকেই বারবার দেখা যাচ্ছে।

 

২২। ধাঁধা: আমি সবসময় আগামীকাল আসি, কিন্তু কখনো আজ আসি না। আমি কে?উত্তর: আগামীকাল

 

২৩। ধাঁধা: আমি একটি বাড়ি। আমার দরজা আছে কিন্তু কোনো চাবি নেই। আমার জানালা আছে কিন্তু কোনো কাচ নেই। আমি কে?উঠর: একটি কলা

 

২৪। ধাঁধা: কোন শব্দটি উল্টে দিলে তার মানে উল্টা হয়ে যায়?উত্তর: নদী

 

২৫। ধাঁধা: কোন শব্দটিতে একবার ‘আ’ আছে, দুবার ‘আ’ আছে কিন্তু তিনবার ‘আ’ নেই?উত্তর: কাগজ

 

২৬। ধাঁধা: কোন জিনিসের জন্ম হয়, বেড়ে ওঠে, বয়স্ক হয় এবং মারা যায় কিন্তু কখনো চলতে পারে না?উত্তর: একটি মোমবাতি

 

২৭। ধাঁধা: কোন জিনিসের গলা আছে কিন্তু কথা বলতে পারে না?উত্তর: একটি বোতল

 

২৮। ধাঁধা: একটি ট্রেন পূর্ব দিকে যাচ্ছে। বাতাস পশ্চিম দিকে বইছে। ধোঁয়া কোন দিকে যাবে?উত্তর: ধোঁয়া বিভিন্ন দিকে ছড়িয়ে পড়বে। বাতাসের দিকে ধোঁয়া সবসময় একই দিকে যায় এমন কোনো নিয়ম নেই।

 

২৯। ধাঁধা: একটি কামরায় তিনটি বাল্ব আছে। বাইরে তিনটি সুইচ। আপনি কামরায় একবার ঢুকেই কোন সুইচ কোন বাল্বের জন্য, তা বুঝতে পারবেন কি?উত্তর: প্রথমে একটি বাল্ব জ্বালিয়ে কিছুক্ষণ রেখে নিভিয়ে দিন। তারপর অন্য একটি জ্বালিয়ে রাখুন। কামরায় ঢুকে যে বাল্বটি গরম, সেটিই প্রথম জ্বালানো বাল্ব। যেটি জ্বলছে সেটি দ্বিতীয়। যেটি ঠান্ডা সেটি তৃতীয়।

 

বুদ্ধির ধাঁধা মানুষের মস্তিষ্ককে চ্যালেঞ্জ করার একটি দারুণ উপায়। এই ধাঁধাগুলো সমাধান করার মাধ্যমে আমরা আমাদের চিন্তাশক্তি, যুক্তিবোধ এবং সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধি করতে পারি।

 

উত্তর সহ ধাঁধাগুলো নতুন শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে উপযোগী। এগুলো শুধুমাত্র মজার নয়, একই সাথে শিক্ষণীয়ও। উত্তর জানার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের উত্তরের সঠিকতা যাচাই করতে পারে এবং কোনো ভুল হলে তা সংশোধন করতে পারে।

আরও পড়ুন

বাংলাদেশের খেলাধুলা বিষয়ক সাধারণ জ্ঞান

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান

সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২৪ বাংলাদেশ ও আন্তর্জাতিক

বাংলাদেশ সম্পর্কিত ১৫০টি গুরুত্বপূর্ন সাধারণ জ্ঞান ২০২৪

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button