Others

BJWT Job Circular 2024 | বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট নিয়োগ ২০২৪

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এর স্থায়ী শূন্য পদ সমূহে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ১০ জনকে মোট ৮ পদে নিয়োগ দিবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনি আবেদন করতে পারবেন। আপনাকে আপনাকে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হল:

শূন্য পদের নামসমূহ ও পদ সংখ্যা দেওয়া হলো:

১।পদের নাম: উপ পরিচালক (প্রশাসন ও অর্থ)

  • শূন্য পদ সংখ্যা: ০১ টি।
  • শিক্ষাগত যোগ্যতা: ব্যবসায় শিক্ষা বা সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত কোনো বিষয়ে স্নাতক অথবা স্নাকোত্তর ডিগ্রি।
  • বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা।
  • পদের নাম: সহকারী পরিচালক (প্রশাসন)
  • পদ সংখ্যা: ০১ টি।
  • শিক্ষাগত যোগ্যতা: ব্যবসায় শিক্ষা বা সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত কোনো বিষয়ে স্নাতক অথবা স্নাকোত্তর ডিগ্রি।
  • বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
  • .৩।পদের নাম: আইসিটি অফিসার
  • পদ সংখ্যা: ০১ টি।
  • শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক অথবা স্নাকোত্তর ডিগ্রি।
  • বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।
  • পদের নাম: ব্যবস্থাপনা পরিচালকের ব্যক্তিগত সহকারী
  • পদ সংখ্যা: ০১ টি।
  • শিক্ষাগত যোগ্যতা: যে কোনো বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি।
  • বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা।
  • পদের নাম: হিসাব রক্ষক
  • পদ সংখ্যা: ০১ টি।
  • শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্যে স্নাতক বা সমমানের ডিগ্রি।
  • বেতন স্কেল: ১০,২০০ – ২৪,৬৮০ টাকা।
  • পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
  • পদ সংখ্যা: ০২ টি।
  • শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাশ।
  • বেতন স্কেল: ৯,৩০০ – ২২,৪৯০ টাকা।
  • পদের নাম: গাড়ি চালক
  • পদ সংখ্যা: ০১ টি।
  • শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাশ।
  • বেতন স্কেল: ৯,৩০০ – ২২,৪৯০ টাকা।
  • পদের নাম: অফিস সহায়ক
  • পদসংখ্যা: ০২ টি।
  • শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাশ।
  • বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা।

আবেদন শুরুর সময় : ৩০ জুন ২০২৪ তারিখ সকাল ১০:০০ টা থেকে শুরু হবে।
আবেদনের শেষ সময় : ২৯ জুলাই ২০২৪ তারিখ বিকাল ০৫:০০ টায় শেষ হবে।

আবেদন প্রক্রিয়া: আবেদন করতে হবে অনলাইনে http://bjwt.teletalk.com.bd ওয়েবসাইটের মাধমে অনলাইনে আবেদনপত্র পাঠাতে হবে।

নিয়োগ বিজ্ঞপ্তি”


বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট-এর নিম্নবর্ণিত স্থায়ী পদসমূহে সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত শর্তসাপেক্ষে যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের প্রকৃত স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে (http://bjwt.teletalk.com.bd) নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতিত সরাসরি আবেদন গ্রহণযোগ্য হবে না।


১।. আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলি অবশ্যই অনুসরণ করতে হবে:

(ক) ৩০.০৬.২০২৪ তারিখে প্রার্থীর বয়সসীমা বিজ্ঞপ্তির ৪নং কলামের বর্ণনা অনুযায়ী হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

(খ) সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্ত শাসিত প্রতিষ্ঠানে চাকুরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। চাকুরিরত প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত শর্তসমূহ প্রতিপালন সাপেক্ষে বিভাগীয় প্রার্থীর শর্তের স্থানে টিক (✔) চিহ্ন দিতে হবে। অধিকন্তু, সকল চাকুরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূলকপি জমা দিতে হবে।

(গ) নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান এবং তৎপরবর্তীতে এতদসংক্রান্ত বিধি-বিধান সংশোধিত হলে অনুসরণ করা হবে।

ঘ) লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

(ঙ) কর্তৃপক্ষ প্রয়োজনে বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হাস/বৃদ্ধি, এমনকি নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন।

(চ) ‘জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-১ শাখা থেকে ০৪ অক্টোবর, ২০১৮ তারিখের-০৫,০০,০০০০.১৭০.১১.০৭.১৮.২৭৬ নং পরিপত্রে ৯ম গ্রেড ও তদুর্ধ্ব (পূর্বতন ১ম শ্রেণী) এবং ১০ম থেকে ১৩তম গ্রেডের (পূর্বতন ২য় শ্রেণী) পদ সরাসরি নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান কোটা পদ্ধতি বাতিল করায় তা অনুসরণ করা হবে। তবে এ সংক্রান্ত নতুন/সংশোধিত যে কোন সরকারি আদেশ/বিধি-বিধান অনুসরণ করা হবে।

(ছ) হিসাব রক্ষক, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ও গাড়ি চালক পদের ক্ষেত্রে কেবলমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষায় এবং ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষার জন্য বিবেচনা করা হবে।

(জ) নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

(ঝ) একই ব্যাক্তি সকল যোগ্যতা সম্পন্ন করে একাধিক পদে আবেদন করতে পারবেন।

০২. অনলাইনে আবেদনপত্র পুরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলি:

ক. পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি http://bjwt.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

আবেদনের সময়সীমা নিম্নরূপ: অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ৩০.০৬.২০২৪ তারিখ সকাল ১০:০০ টা। অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২৯.০৭.২০২৪ তারিখ বিকাল ০৫:০০ টা। উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট-এর সময় হতে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইন আবেদনপত্রে প্রার্থী তাঁর রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ X প্রস্থ ৩০০ pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ X প্রস্থ ৮০ pixel) স্ক্যান করে নির্ধারিত

খ. স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সবোর্চ্চ 100 KB এবং স্বাক্ষরের সাইজ 60 KB হতে হবে।

গ. অনলাইন আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

ঘ. প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি রঙ্গিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন।

ঙ . SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান: অনলাইনে আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদপত্র সাবমিট করা সম্পন্ন হলে ছবিসহ Application Preview দেখা যাবে।

নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন করা প্রার্থী User ID ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s copy পাবেন। যদি Applicant’s copy তে কোন তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/সম্পূর্ণ সাদা ঘোলা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন।

তবে আবেদন ফি জমাদানের পরে আর কোনো পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant’s copy তে তার সাম্প্রতিক তোলা রঙ্গিন ছবি, নির্ভুল তথ্য, স্বাক্ষর সংযুক্ত থাকা ও এর সঠিকতার বিষয়টি পিডিএফ কপি ডাউনলোড পূর্বক নিশ্চিত করে রঙ্গিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন।

Applicant’s কপিতে একটি User ID নম্বর দেওয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নবর্ণিত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি বাবদ ক্রমিক নম্বর ০১ হতে ০২ নম্বর পর্যন্ত পদের জন্য ৬০০/- (ছয়শত) টাকা Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ৬৯ (উনসত্তর) টাকাসহ সর্ব মোট ৬৬৯/- (ছয়শত উনসত্তর) টাকা (অফেরৎযোগ্য), ক্রমিক নম্বর ০৩ পদের জন্য ৫০০/- (ছয়শত) টাকা Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ৫৮ (আটান্ন) টাকাসহ সর্ব মোট ৫৫৮/- (পাঁচশত আটান্ন) টাকা (অফেরৎযোগ্য),

ক্রমিক নম্বর ৪ হতে ৭ নম্বর পর্যন্ত পদের জন্য ২০০/- (ছয়শত) টাকা Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ২৩ (তেইশ) টাকাসহ সর্ব মোট ২২৩/- (দুইশত তেইশ) টাকা (অফেরৎযোগ্য), এবং ক্রমিক নম্বর ৮ নম্বর পর্যন্ত পদের জন্য ১০০/- (একশত) টাকা Teletalk-এর সার্ভিস চার্জ বাবদ ১২ (বার) টাকাসহ সর্ব মোট ১১২/- (একশত বার) টাকা (অফেরৎযোগ্য), অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন।

এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, “অনলাইন আবেদনপত্রের সকল অংশ পূরণ করে submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না”।

প্রথম SMS: BJWT User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।

Example: BJWT ABCDEF Reply: Applicant’s Name, TK 669/558/223/112 Will be charged as application fee. Your PIN is xxxxxxxxx. To pay fee Type BJWT YesPIN and send to 16222.

দ্বিতীয় SMS: BJWT YesPIN লিখে Send করতে হবে 16222 নম্বরে। Example: BJWT Yes 12345678 and send to 16222

BJWT Job Circular 2024 | বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট নিয়োগ ২০২৪
BJWT Job Circular 2024 | বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট নিয়োগ ২০২৪ 3

আবেদন প্রক্রিয়া: আবেদন করতে হবে অনলাইনে http://bjwt.teletalk.com.bd ওয়েবসাইটের মাধমে অনলাইনে আবেদনপত্র পাঠাতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button