Hamster কিসের উপর টাকা দেবে? – Hamster Kombat 26 September 2o24
Hamster কিসের উপর টাকা দেবে?
Hamster মূলত টাকা দেবে Per Profit এর ওপর। আমরা যারা টেলিগ্রামে মাইনিং করে থাকি তারা সবাই জানি । কোন একটা প্রজেক্ট তারা আমাদের দ্বারা মাইনিং করে নেয় । তখন আমাদের ট্যাপ ট্যাপ করে মাইনিং করতে হয় । এবং সেই মাইনিং এর কয়েনের উপর ভিত্তি করে তারা আমাদেরকে টোকেন ক্লেম করতে দেয় । আর সেই টোকেনটা আমরা সেল দিয়ে ডলারের রূপান্তর করি সেটা থেকে আমরা টাকা পাই। কিন্তু এই জায়গায় বিষয়টা একটু ভিন্ন Hamster আমাদের প্রতিদিন তারা Daily Comboএখানে দিচ্ছে 5M কয়েন ।
আবার Daily Cipher থেকে দিচ্ছে 1M কয়েন । তাহলে আপনারাই বলেন তারা যদি কয়েনের উপর থেকে টাকা দিত তাহলে কি তারা আপনাকে প্রতিদিন 6M ফ্রিতে দিত?
এখন তারা আমাদেরকে এই ৬ মিলিয়ন কয়েন দিয়ে Per Profit তা বাড়ানোর জন্য এই কয়েনটা দিয়ে থাকে । আর তারা আমাদেরকে এই Per Profit উপর ভিত্তি করে টোকেন দেবে । আর এই টুকেন আমরা সেল দিয়ে ডলারে কনভার্ট করতে পারবো । আর আমাদের অবশ্যই Binanceএকাউন্ট থাকতে হবে । আমরা যে টোকেনটা পাব সে টোকেনটা Binance এ সেল করে আমরা আমাদের কাঙ্খিত বিকাশ নগর রকেট এর মাধ্যমে টাকা উত্তোলন করতে পারবো । আর যদি আমাদের Binance একাউন্ট না থাকে বা আমরা সেটা উইড্র অপশনে ২০তারিখের মাঝে সংযুক্ত না করে থাকি। তাহলে আমরা টাকা পাব না। পেতে হলে ২০ তারিখের আগেই Binance একাউন্ট এর Hamster সঙ্গে Withdraw অপশনে সংযুক্ত করতে হবে ।
আর আমরাযদি Binance ছাড়া অন্য কোনো মাধ্যম উত্তোলনের জন্য সংযুক্ত করে থাকি তাহলে আমরা গ্যাস ফির মাধ্যমে টাকা উত্তোলন করতে হবে । তাই আমরা সবাই Withdraw অপশনে Binance সংযুক্ত করবন । কেননা এর আগে আমরা যারা Dogs এর পেমেন্ট পেয়েছি তারা সবাই জানি যে,Binance এ কোন প্রজেক্ট লিস্টিং হলে আমাদের গ্যাস ফিস ছাড়াই আমরা আমাদের কয়েন ভালো দামে সেল দিয়ে আমাদের টাকা আমরা তুলতে পারি । তাই আমারা সবাই বাইনান্স বেশি বেছে নেব আর আমরা এটা মনে রাখবো যে যদি আমরা Bainace সংযুক্ত না করি তাহলে আমরা টাকা পাবো না।।
Hamster কি পরিমাপ টাকা দিতে পারে?
Hamster এ আমরা যারা নিয়মিত কাজ করি। এবং তাদের সোশ্যাল মিডিয়াগুলোতে খবর রাখি। তারা সবাই জানে যে Hamster আমাদেরকে তাদের উপার্জনের ৬০% যারা মাইনিং করছে তাদেরকে দেবে । এ থেকে আমরা বলতে পারি যে আমরা ভালো কিছু পাইতে পারি ।