২৬ তারিখে কি ঘটতে চলেছে?- Hamster Kombat 26 September 2024
২৬তারিখে কি ঘটতে চলেছে?
- ২৬ তারিখের আসলে কি হতে যাচ্ছে?
- কেনই বা একটা জেনারেশন এই ২৬ তারিখের অপেক্ষায়?
- ২৬ তারিখে নিয়ে কেনই বা সবাই সোশ্যাল মিডিয়াতে এত পোস্ট করছেন?
তাই সবার মনে কৌতুহল কি ঘটবে ওই দিনে ?
আসুন জেনে নেওয়া যাক ২৬ শে সেপ্টেম্বর আসলে কি হতে চলেছে?
২৬ তারিখে আসলে টেলিগ্রাম মাইনিং প্রজেক্ট থেকে Hamster Kombat নামে একটি মাইনিং প্রজেক্ট থেকে টাকা দেওয়ার কথা সেজন্যে সবাই এত উৎসুক ।
- মাইনিং প্রজেক্ট কি?
আসলে মাইনিং প্রজেক্ট হচ্ছে Telegram এর একটি কাজ। যার মাধ্যমে সবাইকে একটি Bot দেওয়া হয় । সেই Bot এরমাঝে সবাইকে ট্যাব ট্যাব করে কিছু কয়েন আর্নিং করা লাগে । তারপর সেই কয়েন গুলো তারা নিয়ে নেয় আর তার বিনিময়ে তারা কিছু টোকেন দিয়ে যায় এবং সেই টোকেন গুলো সেল দিয়ে বা এক্সচেঞ্জ করে ডলারের রূপান্তরিত করা যায়।
- Hmaster bombat কি?
Hamster kombat হচ্ছে Telegram এর একটি মাইনিং প্রজেক্ট । যেখানে মাইন করে বা ট্যাপ ট্যাপ করে কয়েন আর্নিং করতে হয় । আর এই কয়েন পরবর্তীতে তারা নিয়ে সবাইকে টোকেন দিয়ে থাকে । আরে টোকেন সেল করে সবাই ডলার পেয়ে থাকে । পরে এই ডলার সবাই সেল দিয়ে টাকা পয়সা বিকাশ নগদের মাধ্যমে নিতে পারে।