Hamster Kombat
Hamster Combat ২৬ তারিখে কত টাকা দিবে?
Hamster Combat ২৬ তারিখে কত টাকা দিবে?
- Hamster Combat অফিসিয়াল চ্যানেলে জয়েন আছেন যারা,তারা দেখেছেন হয়তো যে তারা অফিশিয়ালি নোটিস দিয়েছে । যে তারা প্লেয়ারদের কে ৭৫% এয়ারড্রপ দিয়ে থাকবে। আর এ বিষয়ে Bainance থেকেও অফিশিয়ালি নোটিশ দিয়েছে যে তারা ৭৫% এয়ারড্রব প্লেয়ারদেরকে দেবে। অর্থাৎ যারা ট্যাপ ট্যাপ করে কয়েন আর্নিং করেছে ।
- Hamster Kombat বলেছেন?
- Team:4%
- Partnership and Grants 6%
- Liquidity 4%
- Marketing 4%
- Binance lancepool3%
- আসলে Hamster সবাইকে টাকা দেবে পয়েন্টের ভিত্তিতে। আমরা সবাই মনে করতেছি, যে আমার বিলিয়ন বিলিয়ন কয়েন আছে আমি এর ভিত্তিতে অনেক টাকা পাবো। আসলে আমাদের ধারণাটা ভুল । আমরা সবাই পেমেন্ট পাব আসলে তাদের এচিভমেন্টের উপরে । আমরা যতগুলো এচিভমেন্ট কালেক্ট করেছি তার ভিত্তিতে তারা টাকা দেবে।
- Hamster ১০০ বিলিয়ন ডলার রেখেছে নাটকের জন্য । যারা কাজ করেছে তাদের জন্য । যারা সঠিক নিয়মে এভাবে তাদের মাইনে প্রজেক্টে কাজ করেছে। তারা ভালো কিছু পাওয়ার সম্ভাবনা রয়েছে। এখনো এটা অফিসিয়াল ভাবে নিউজ হয়নি তারা কিসের উপর টাকা দেবে। ২০ তারিখ হলে আমরা সবাই জানতে পারবো। যে কে কত টাকা পাবো। কেননা ২০ তারিখে Hamster মাইনিং বন্ধ হয়ে যাবে এবং সবাইকে টোকেন দিয়ে দেওয়া হবে। টোকেন এর ভিত্তিতে সবাইকে টাকা দেওয়া হবে।
- Hamster যারা সঠিক নিয়মে কাজ করছে তারাই শুধু পেমেন্ট। পাবে আর যারা মাল্টিপল একাউন্ট করেছে এবং যারা চিটিং করেছে তারা কোন পেমেন্ট পাবে না । যাদের আইডিতে Chiting is bad অপশনটা চালু হয়ে গেছে তারাও পেমেন্ট পাবে না।
- Hamster ২৫০ মিলিয়ন ইউজার তাই তারা সেই হিসাব করে সবাইকে টাকা দিবে । এখান থেকে সবাই টাকা পাবে না।