Hamster ইয়ারড্রপ – Hamster kombat 26th September 2024

Hamster আমাদেরকে ইয়া ড্রপ দিবে মূলত ২৬ তারিখে। আর আমরা যারা Hamster এ মাইনিং করেছি তারা সবাই জানি যে, আমাদের ২০ তারিখে মাইম শেষ হয়ে যাবে। তারপর আর আমরা মাইনিং করতে পারব না। ২০ তারিখে তারা আমাদেরকে টোকেন দেবে।
২০ তারিখে মাইনিং শেষ এবং তারা আমাদেরকে টাকা দিয়ে দিবে ধারণাটা আমাদের ভুল। আমরা Hamster এ যারা মাইনিং করি তারা সবাই দেখেছে যে তারা অফিশিয়ালি নোটিশ দিয়েছে ২০ তারিখ পর্যন্ত আমাদের মাইনিং চলবে। তারপর আর চলবে না। এবং আমরা ২০ তারিখের পর শুধু Task কমপ্লিট করে কয়েন নিতে পারব।
২০ তারিখে হ্যাম Hamster Kombat আমাদের সবাইকে আমাদের মাইনিং এর কাজ অনুসারে তারা টোকেন দেবে। সবাই সেটুকু সে টোকেন সেল দিয়ে টাকা নিতে পারব। আমরা যারা Hamster Kombat মাইনিং করেছি তারা সবাই টোকেন পাবে।
তারা মূলত ২৬ তারিখে আমাদেরকে এয়ারড্রপ দিবে।
আমরা যে টোকেন পাবো তার উপর ভিত্তি করে আমরা সবাই টাকা পাবো। তাছাড়া আমরা কেউই টাকা তুলতে পারবো না। আমাদেরকে তারা যে টোকেন টা ২০ তারিখে দেবে সেই টোকেন আমরা ২৬ তারিখে সেল দিয়ে টাকা উত্তোলন করতে পারবো।
আসলে এসব মাইনিং প্রজেক্ট এরকমই হয়ে থাকে। প্রথমে তারা একটা ডেট নিয়ে লিস্টিং করে । তারপর তারা তার মাইনিং এর উপর ভিত্তি করে একটা টোকন প্রদান করে এবং সেটুকে টোকেন ছেড়ে দিয়ে আমরা সবাই টাকা উত্তোলন করতে পারি।

Read More